kalerkantho

জরিমানা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

১৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০পরিবেশদূষণের অভিযোগে গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ ও মুন্সীগঞ্জের ছয়টি কারখানাকে ৪৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর মঙ্গলবার এ জরিমানা করেন। সহকারী পরিচালক মো. মোজাহিদুর রহমান জানান, ক্ষতিকর তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় সরাসরি খোলা স্থানে ফেলে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করায় মঙ্গলবার ছয়টি কারখানার মালিক-কর্তৃপক্ষকে পরিবেশ অধিদপ্তরে তলব করা হয়। শুনানি শেষে গাজীপুরের মিতালী ফ্যাশনসকে দুই লাখ, নারায়ণগঞ্জের এইচএইচ টেক্সটাইলকে ৪০ লাখ, ময়মনসিংহের এক্সিলেন্ট সিরামিকসকে ২৭ হাজার এবং মুন্সীগঞ্জের নবী অটো রাইস মিল ও বোগদাদ অটো রাইস মিলকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। মন্তব্য