kalerkantho


মুন্সীগঞ্জে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে কারেন্ট জাল উৎপাদন

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

১৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০অবশেষে মুন্সীগঞ্জে স্থায়ীভাবে কারেন্ট জাল উৎপাদন বন্ধ হচ্ছে। মঙ্গলবার শহরের সার্কিট হাউসে জাল ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় শেষে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার থেকে সব ধরনের কারেন্ট জাল উৎপাদন বন্ধ থাকবে। আজ বুধবার থেকে অবৈধ কারেন্ট জালের মনোফিলামেন্ট ফ্যাক্টরিগুলো বৈধ মাল্টিফিলামেন্টে রূপান্তরের কার্যক্রম শুরু হয়েছে। সেই লক্ষ্যে ১৩ সদস্যের একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে।

জেলা মত্স্য কর্মকর্তা ড. অলিউর রহমান বলেন, ‘সরকারি হিসাবে জেলার ৪২টি কারেন্ট জাল কারখানার মনোফিলামেন্ট মেশিন মাল্টিফিলামেন্টে রূপান্তরিত করেছে। ইতিমধ্যে ২৮টি অবৈধ কারেন্ট জাল কারখানা বন্ধ হয়ে গেছে। জেলায় এখনো ৮০টি অবৈধ কারেন্ট জাল কারখানা রয়েছে। এই সভায় অবৈধ কারেন্ট জাল কারখানার মালিকরা অঙ্গীকার করেছেন আগামী তিন মাসের মধ্যে তারা মনোফিলামেন্ট মেশিন মাল্টিফিলামেন্টে রূপান্তরিত করবেন।’

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম ও পৌর মেয়র ফয়সাল বিপ্লব।মন্তব্য