kalerkantho


‘খাদ্যে বিষক্রিয়ায়’ গাজীপুরে সহোদর ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

১৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনায় এক ঘণ্টার ব্যবধানে সহোদর দুই শিশুর মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তাদের বড় বোন রুবিনা আক্তার (১২)। ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ায় ১০ মাস বয়সী শাকিল ও সাত বছরের শিশু হুমায়ুনের মৃত্যু হয়েছে।

শিশুদের মামা শাহজাহান জানান, তাঁর ভগ্নিপতি রফিকুল ইসলামের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটের আপানিয়া গ্রামে। রফিকুল দক্ষিণ সালনা এলাকায় রহিম উদ্দিনের বাড়িতে সপরিবারে ভাড়া থেকে রাজমিস্ত্রির কাজ করেন। ভাগ্নেদের মৃত্যুর সংবাদ পেয়ে তিনি গাজীপুরে এসে জানতে পারেন যে গতকাল মঙ্গলবার সকালে ভগ্নিপতি রফিকুল ইসলাম (৩৫), তাঁর বোন কোহিনুর বেগম (৩০), একমাত্র ভাগ্নি রুবিনা এবং দুই ভাগ্নে শাকিল ও হুমায়ুন একসঙ্গে পাঙ্গাশ মাছ দিয়ে ভাত খায়। ভগ্নিপতি কাজে চলে গেলে সকাল ৮টার দিকে শাকিল ঘুমিয়ে পড়ে। ১০টার দিকে ঘুম থেকে উঠেই শিশুটি চিৎকার করতে থাকে। প্রথমে স্থানীয়ভাবে ঝাড়-ফুঁক ও পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শাহজাহান আরো জানান, শাকিলের লাশ বাসায় নিয়ে এসে তাঁর ভগ্নিপতি দেখেন রুবিনা ও হুমায়ুনও ছটফট করছে। পরে তাদের অ্যাম্বুল্যান্সে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হুমায়ুনের মৃত্যু হয়। রুবিনা বর্তমানে চিকিৎসাধীন আছে।মন্তব্য