kalerkantho


শিশুর মৃত্যু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি   

১৮ জুলাই, ২০১৭ ০০:০০গাজীপুরের কালিয়াকৈরের কান্দাপাড়া এলাকায় পানিতে ডুবে বিজয় সরকার নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে বাড়ির পাশের একটি ডোবা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। শিশু বিজয় সরকার কালিয়াকৈরের কান্দাপাড়া এলাকার কমল সরকারের ছেলে।

জানা যায়, শিশু বিজয় সরকার সোমবার সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাকে পায়নি। দুপুরে বাড়ির পাশে একটি ডোবায় বিজয়ের লাশ ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পরিবারের লোকজন ওই ডোবা থেকে নিহতের লাশ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য জহিরুল ইসলাম লিটন বলেন, ধারণা করা হচ্ছে বিজয় অন্য ছেলেমেয়েদের সঙ্গে খেলাধুলা করার সময় বাড়ির পাশে ডোবায় পড়ে যায়। এতে তার মৃত্যু হয়।মন্তব্য