kalerkantho


ময়মনসিংহে শুভসংঘের পরিচ্ছন্নতা বিষয়ে পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

১৮ জুলাই, ২০১৭ ০০:০০ময়মনসিংহে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতামূলক পদযাত্রা কর্মসূচি পালন করেছে কালের কণ্ঠ শুভসংঘ। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টায় এ পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শুভসংঘ আয়োজিত পদযাত্রাটি ময়মনসিংহ শহরের প্রেস ক্লাব চত্বর থেকে শুরু হয়ে দুর্গাবাড়ী রোড, আমলাপাড়াসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে প্রেস ক্লাবে শেষ হয়। জেলা মহিলা পরিষদ, অনসাম্বল থিয়েটার, ময়মনসিংহ উন্নয়ন সংঘ, এনজিও ফোরাম, এপেক্স ক্লাব অব ময়মনসিংহ, এডাব, সিরাক বাংলাদেশ, এইচপিবিসহ বিভিন্ন সামাজিক সংগঠন এ পদযাত্রায় অংশ নেয়। এতে উপস্থিত সাংবাদিক নিয়ামুল কবীর সজল, আবুল মনসুর, ফেরদৌস আরা মাহমুদা হেলেন, অ্যাডভোকেট লীলা রায়, মনিরা বেগম অনু, শিশির রায়, সৈয়দা সেলিমা আজাদ, সনত্ ঘোষ, খন্দকার ফারুক আহম্মেদ, সাংবাদিক শরীফুজ্জামান টিটু, কবি আলী ইউসুফ, মাইন উদ্দিন রায়হান, প্রভাষক বিকন ভট্টাচার্য, আবদুল কাদের চৌধুরী মুন্না, রজত কান্তি দেবনাথ, শুভসংঘের মাসুম আহম্মেদ, পারভেজ, মামুন প্রমুখ বক্তব্য দেন।মন্তব্য