kalerkantho


নড়িয়ায় হামলায় একজন নিহত

শরীয়তপুর প্রতিনিধি   

১৯ মার্চ, ২০১৭ ০০:০০নড়িয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সুজন মালত নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। একই ঘটনায় দুই নারীসহ তিনজন আহত হয়েছেন। সুজন উপজেলার মালত কান্দি গ্রামের সোবাহান মালতের ছেলে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সোবাহান মালত ও তাঁর ভাই মান্নান মালতের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এর নিষ্পত্তি করতে শুক্রবার রাতে সুজন মালতসহ কয়েকজন একই বাড়ির আলী মিয়া মালতের ঘরে বসে আলোচনা করছিল। কথা-কাটাকাটির একপর্যায়ে মান্নানের ছেলে জনি মালত উত্তেজিত হয়ে ওঠে। পরে জনি, রনি মালত, রতন মালত মিলে ধারালো অস্ত্রসহ প্রতিপক্ষের লোকজনের ওপর হামলা চালায়। এতে সুজন, বাবুল মালত, ফজিলত বেগম ও আলেয়া বেগম আহত হন। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে সুজনের মৃত্যু হয়।মন্তব্য