kalerkantho


মুন্সীগঞ্জে এমিলি

বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মে ছড়িয়ে দিন

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

১৯ মার্চ, ২০১৭ ০০:০০জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি বলেছেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দিন। তাহলে নতুন প্রজন্ম হবে বলিষ্ঠ, মেধাবী, পরোপকারী, গুণী ও শৃঙ্খল। এতে পরিবারের মর্যাদা বাড়বে। বাড়বে সামাজিক তথা জাতীয় মর্যাদা। নতুন প্রজন্ম সত্যকে লালন করতে এবং দেশপ্রেম, মাটি ও মানুষকে ভালোবাসতে শিখবে।’

গতকাল শনিবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন এমিলি। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিলে নতুন প্রজন্ম নানা প্রতিকূলতায়ও ধৈর্য হারাবে না। পরিস্থিতি মোকাবেলা ও গভীর মমতার বন্ধনে নিজেকে তৈরি করতে শিখবে। এতে দেশ আরো এগিয়ে যাবে। মহান জাতি হিসেবে বাঙালির বীরত্বগাথা ছড়িয়ে পড়বে গোটা দুনিয়ায়।’

গাঁওদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিলন শিকদারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফকির মো. আব্দুল হামিদ, চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, কামরুল হাসান বাবুল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার প্রমুখ। তৃণমূল পর্যায়ের এই সভা তৃণমূল পর্যায়ে দলকে আরো গোছালো ও শক্তিশালী করবে বলে বক্তারা জানান।মন্তব্য