kalerkantho

জন্মজয়ন্তী

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১৯ মার্চ, ২০১৭ ০০:০০মুক্তিবারিধী শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের ১৭১তম জন্মজয়ন্তী উপলক্ষে ফরিদপুরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের কবি জসীমউদ্দীন হলে মতুয়া গবেষক আশুতোষ মণ্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. অরুণকান্তি বিশ্বাস। এ সময় বক্তব্য দেন অধ্যক্ষ গোবিন্দ চন্দ্র বিশ্বাস, মতুয়াচার্য হিমাংশুপতি ঠাকুর, মনোজরুদ্র ঢালী, জন্মজয়ন্তী উদ্যাপন পরিষদের আহ্বায়ক অরুণ মণ্ডল প্রমুখ। বক্তারা বলেন, নানা কুসংস্কার ও জাতি-বর্ণভেদ প্রথার কবলে পড়ে যখন মানবতা বিপণ্ন, তখন মুক্তির বারতা নিয়ে গুরুচাঁদ ঠাকুর আবির্ভূত হন। তিনি বর্ণপ্রথার বিভেদের দেয়াল ভেঙে মানবতার জয়গান গেয়েছেন। সভা শেষে একটি শোভাযাত্রা বের করা হয়।মন্তব্য