ফেনীতে অপহরণের দুই দিন পর কামরুল হাসান তুহিন (২৩) নামের এক যুবককে উদ্ধার করেছেন র্যাব সদস্যরা। শনিবার সকালে চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের দক্ষিণ আলীনগর আদর্শ গ্রাম থেকে তাঁকে উদ্ধার করা হয়।
র্যাব-৭ জানায়, ১৬ মার্চ রাতে নোয়াখালী থেকে ফেনী শহরের হাজারী রোডের রাহাত ভিলায় আসার পথে নিখোঁজ হন কামরুল হাসান তুহিন। এরপর অপহরণকারীরা তাঁর বড় ভাই মো. মোশারফ হোসেনের কাছে ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তাদের কথা মতো ১০ হাজার টাকা বিকাশ করেন অপহূতের ভাই মোশারফ। এরপর অপহরণকারীরা বাকি টাকা না দিলে ভাইকে রাত ১২টার মধ্যে মেরে ফেলা হবে বলে হুমকি দিয়ে মোবাইল ফোনসেট বন্ধ করে দেয়। বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়ে খোঁজ না পেয়ে ফেনীর র্যাব ক্যাম্পে অভিযোগ করেন তাঁর বড় ভাই। র্যাব সদস্যরা আলীনগর আদর্শ গ্রামে অভিযান চালান।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...