kalerkantho

co

ত্রিশালে কম্পিউটার আইটি অলিম্পিক কুইজ প্রতিযোগিতা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৮ মার্চ, ২০১৭ ০০:০০তথ্য-প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নের লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে পাওয়ার আইটি অর্গানাইজেশনের আয়োজনে গতকাল শুক্রবার সকালে নজরুল একাডেমি স্কুল মিলনায়তনে কম্পিউটার ও আইটি অলিম্পিকের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির এক হাজার ৪৪২ জন শিক্ষার্থী অংশ নেয়।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন, ময়মনসিংহ কমার্স কলেজের চেয়ারম্যান আবু সায়েম, অধ্যক্ষ এখলাছ উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ, মহিলাবিষয়ক কর্মকর্তা জান্নাতুন ফেরদৌস, অধ্যাপক খবিরুজ্জামান, রফিকুল ইসলাম শামীম, মোস্তাফিজুর রহমান নোমান, পাওয়ার আইটি অর্গানাইজেশনের চেয়ারম্যান খোরশিদুল আলম মুজিব, প্রধান শিক্ষক আইয়ুব আলী এ সময় উপস্থিত ছিলেন।মন্তব্য