kalerkantho

বীজ মেলা

সাতক্ষীরা প্রতিনিধি   

১৮ মার্চ, ২০১৭ ০০:০০ভালোমানের বীজ উত্পাদনে কৃষকদের মাঝে উৎসহ তৈরি করতে সাতক্ষীরার শ্যামনগরে বীজ মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধুমঘাট চরারচক গ্রামের উন্নয়ন সংস্থা কারিতাস এ মেলার আয়োজন করে। এতে শতাধিক কৃষক অংশ নেন। কৃষক হরষিত গাইনের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবুল হোসেন মিয়া। এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা মো. নূর আলী বিশ্বাস, ইউপি সদস্য বিরেন্দ্রনাথ বিশ্বাস ও ক্লেভ প্রকল্পের সুমন মালাকার, জেপিও হরিদাস মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় তারা স্থানীয় বীজ সংগ্রহ, সংরক্ষণ, বিনিময় ও চাষাবাদের মাধ্যমে বীজ ভাণ্ডারকে সমৃদ্ধ করতে কৃষকদের উৎসহিত করেন। মেলা শেষে মানসম্মত বীজ উত্পাদনকারী কৃষকদের পুরস্কৃত করা হয়।মন্তব্য