kalerkantho

মতবিনিময়

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

১৭ মার্চ, ২০১৭ ০০:০০বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে চালক, হেলপার ও যাত্রীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে মুন্সীগঞ্জের সিরাজদিখান হাসাড়া হাইওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা বাসস্ট্যান্ডে এ সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া ঘোলঘর ও শ্রীনগর বাসস্ট্যান্ডেও একই কর্মসূচি পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন হাসাড়া হাইওয়ে থানার ওসি গোলাম মোর্শেদ তালুকদার, সার্জেন্ট বাহারুল সোহাগ, রাকিবুল ইসলাম, ইমতিয়াজ উদ্দিন বাবুল প্রমুখ। হাইওয়ে থানার ওসি বলেন, ‘প্রতি মাসেই আমরা মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ডে এরকম সচেতনতামূলক সভা করে থাকি। আগামীতেও তা অব্যাহত থাকবে।’মন্তব্য