kalerkantho

শোকসভা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   

১৭ মার্চ, ২০১৭ ০০:০০আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হকের ছোট ভাই আরিফুল হক রনির মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আলাদাভাবে দোয়া ও মিলাদ মাহফিল এবং শোকসভা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে সড়ক বাজারে দোয়া ও মিলাদ মাহফিল করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন। অন্যদিকে বিকেলে ধলশ্বর গ্রামে আকছির এম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য দেন দীপক চৌধুরী বাপ্পী, মো. রফিকুল ইসলাম, নাসির চৌধুরী, ইদ্রিস মিয়া প্রমুখ। প্রসঙ্গত, আরিফুল হক রনি সম্প্রতি আমেরিকায় মারা যান।মন্তব্য