kalerkantho


ময়মনসিংহ ও নাটোরে দুই জঙ্গি আটক

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ ও নাটোর প্রতিনিধি   

১৭ মার্চ, ২০১৭ ০০:০০ময়মনসিংহে হরকাতুল জিহাদের (হুজি) এক সদস্য এবং নাটোরে জামা’আতুল মুজাহিদীনের (জেএমবি) আরেক সদস্যকে আটক করেছে পুলিশ।

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, হুজির তালিকাভুক্ত সদস্য আবুল ফারাহ রুম্মান (৩৭)। গত বুধবার রাতে শহরের গলগণ্ডা হাই স্কুল রোডের বাসা থেকে তাঁকে আটক করা হয়। তাঁর বাবার নাম মীর কাশেম। রুম্মানের নামে চট্টগ্রামের রাউজান থানায় বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে একটি এবং কোতোয়ালি মডেল থানায় আরেকটি মামলা রয়েছে।

অন্যদিকে নাটোরের নলডাঙ্গা থানার ওসি মোস্তফা কামাল জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নলডাঙ্গা উপজেলার কুচকুড়ি বাজারে অভিযান চালায় থানার পুলিশ। এ সময় বাজারের পাশ থেকে তালিকাভুক্ত জেএমবি সদস্য হাবিবুর রহমানকে (৪২) আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।মন্তব্য