kalerkantho

বিক্ষোভ

রংপুর অফিস   

১৭ মার্চ, ২০১৭ ০০:০০পূর্বঘোষিত কর্মসূচিতে পুলিশের হামলা, জলকামান ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রংপুর জেলা সিপিবি-বাসদ। মিছিলটি সিপিবি অফিস থেকে শুরু হয়ে নগরের প্রধান প্রধান সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে এসে মিলিত হয়। এ সময় বক্তব্য দেন বাসদের জেলা সমন্ব্বয়ক কমরেড আব্দুল কুদ্দুস, মমিনুল ইসলাম, দেবদাস ঘোষ দেবু, জাকির হোসেন, প্রদীপ বর্মণ প্রমুখ। জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, সরকার একদিকে অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়াচ্ছে। আবার এর প্রতিবাদ করতে গেলে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ফ্যাসিবাদী কায়দায় হামলা চালাচ্ছে।মন্তব্য