এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে বগুড়া মহিলা কলেজের ছাত্রীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার দুপুর থেকে প্রায় এক ঘণ্টা শহরের মালতিনগরের করতোয়া নদী এসপির ঘাট সেতু এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
বগুড়া মহিলা কলেজের অধ্যক্ষ মোকাব্বর হোসেন জানান, পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের বিষয়টি জানতে পেরে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা কলেজের সব কক্ষে তালা লাগিয়ে দেয়। সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানায়। পরে কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধদের আশ্বস্ত করলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী নুরুন্নাহার ও কলা বিভাগের আল্পনা বলেন, ‘দীর্ঘদিন ধরে এই কলেজের শিক্ষার্থীরা পাশের শহরের নারুলীর বগুড়া কলেজ কেন্দ্রে এইচএসসির পরীক্ষা দিয়ে আসছে। কিন্তু হঠাৎ করেই সেই কেন্দ্র পরিবর্তন করে সরকারি শাহ সুলতান কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে বলা হয়েছে। তাই এই হঠকারী সিদ্ধান্ত আমরা মানছি না।’
তারা জানান, সরকারি শাহ সুলতান কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে গেলে মেয়েদের অনেক ভোগান্তি পোহাতে হবে। তা ছাড়া দূরও হবে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...