kalerkantho

সংবর্ধনা

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

১৬ মার্চ, ২০১৭ ০০:০০মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুন্সীগঞ্জ সদরের রামপাল এনবিএম উচ্চ বিদ্যালয়ের ৫০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সামাজিক সংগঠন ‘রামপাল যুব উন্নয়ন ফোরাম’-এর পক্ষ থেকে গতকাল বুধবার সকালে এ সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্কুলটির সব শ্রেণি ও শাখার প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারী ৫০ শিক্ষার্থীর হাতে জেলার ইতিহাসের বই তুলে দেওয়া হয়। বইগুলো তুলে দেন প্রধান অতিথি প্রধান শিক্ষক মো. এনামুল হক সাইফুদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ডা. কাজী বেলায়েত হোসেন, মো. ইসলাম হাওলাদার, অমিয় কুমার, ফাতেমা বেগম, শান্তি রানী, পারভেজ হোসেন, আতিকুর রহমান ফারুক, মাহবুব আলম জয়, শাওন তালুকদার, মো. সোহেল শেখ প্রমুখ।মন্তব্য