kalerkantho

বিচার দাবি

হবিগঞ্জ প্রতিনিধি   

১৬ মার্চ, ২০১৭ ০০:০০হবিগঞ্জ সদরের পইল গ্রামের ধর্ষক মিজানের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সহস্রাধিক শিক্ষার্থী। বুধবার সকালে পইল ইউনিয়ন অফিসসংলগ্ন রাস্তায় ‘ধর্ষক মিজানের দ্রুত বিচার চাই’ লেখা ফেস্টুন নিয়ে পইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দ্য সেভেন স্টার স্কুলের শিক্ষার্থীরা এ মানববন্ধন করে। মানববন্ধনে পইল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মইনুল হক আরিফ একাত্মতা জানিয়ে বলেন, ‘ধর্ষক যেই হোক, তাকে যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। এ ঘৃণ্য কাজের বিচার যেন দ্রুত বাস্তবায়ন করা হয়।মন্তব্য