kalerkantho

১ম ক লা ম

কর্মবিরতি

রংপুর অফিস   

১৬ মার্চ, ২০১৭ ০০:০০বেতন-ভাতা বাড়ানোসহ সাত দফা দাবিতে গতকাল বুধবার আধাবেলা কর্মবিরতি পালন করেছে রংপুরের রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন। এ সময় পুলিশ সাতজনকে আটক করলে তারা কোতোয়ালি থানার সামনে অবস্থান নেয়। পরে পুলিশ তাদের ছেড়ে দেয়। এরপর স্থানীয় পাবলিক লাইব্রেরি মাঠে সংক্ষিপ্ত সমাবেশ করে শ্রমিকরা। রংপুর জেলা রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সম্মিলিত ট্রেড ইউনিয়ন ঐক্য পরিষদ রংপুরের মহাসচিব মাহাতাব উদ্দিন কাজল, অশোক সরকার, আনোয়ারুল ইসলাম রাজা, জাহেরুল ইসলাম, মজাহারুল ইসলাম মন্টু, আতিকুর রহমান হিরু, দীলিপ দাস, মেহেদী হাসান লিটন, মোহাম্মদ নাসিম, শফিকুল ইসলাম শফি, মোশারফ হোসেন টিংকু, হাফিজুল ইসলাম, ইব্রাহিম খলিল ও গোলাম মোস্তফা।মন্তব্য