সিরাজগঞ্জের শাহজাদপুরে সমকালের উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যা মামলায় কারাগারে থাকা দুলাল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে শাহজাদপুর আমলি আদালতে পুলিশ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজাদপুর থানার পরিদর্শক মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ঘটনার এক মাস পর গত ২ মার্চ রাতে দুলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি সাংবাদিক শিমুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
উলেখ্য, গত ২ ফেব্রুয়ারি শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে শাহজাদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাময়িক বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুর ভাই হাবিবুল হক পিন্টু অস্ত্রের মুখে তুলে নিয়ে হাত-পা ভেঙে দেন বলে অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতাকর্মীরা মেয়রের বাড়ি ঘেরাও করে। সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। এ ঘটনায় শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে মেয়রসহ ১৮ জনের উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো ২০ জনকে আসামি করে মামলা করেন। শিমুল হত্যায় মেয়র মিরু, তাঁর ভাই মিন্টুসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...