kalerkantho


কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যোৎসব শেষ হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

১৫ মার্চ, ২০১৭ ০০:০০ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আট দিন ব্যাপী দ্বিতীয় নাট্যোৎসব শেষ হচ্ছে আজ বুধবার। নাট্যকলা ও পরিবেশবিদ্যা বিভাগের আয়োজনে এই উৎসবের আয়োজন করা হয়। থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের নির্দেশনায় মঞ্চস্থ হয়েছে বিভিন্ন বিখ্যাত নাটক। গত ৮ মার্চ এই নাট্যোৎসব শুরু হয়।

উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম এ নাট্যোৎসবের উদ্বোধন করেন। নাট্যকলা বিভাগের বিভাগীয় প্রধান ইসমত আরা ভূইয়া ইলার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নাট্যকলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান।

উদ্বোধনী দিনে হেনরিক ইবসেন-এর ‘আ ডলস হাউস’-এর মাধ্যমে নাটক প্রদর্শনের উদ্বোধন করা হয়।  পরবর্তী সময়ে মোহীত চট্টোপাধ্যায়ের ‘সোনার চাবি’, মমতাজউদদীন আহমদের ‘দ্বিধা’, ব্রাত্য বসুর ‘চতুষ্কোণ’, ইউকিও মিশিমার ‘লেডি আওই’, বুদ্ধদেব বসুর ‘প্রথম পার্থ’, কাজী নজরুল ইসলামের ‘বিদ্যাপতি’, হারুন অর রশীদের ‘পঞ্চ নারী আখ্যান’, মান্নান হীরার ‘বৌ’, ‘মেহেরজান’, মোহীত চট্টোপাধ্যায়ের ‘বাজপাখী’, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’, জ্যাপল সার্তের ‘নো এক্সিট’, টেনিসো উইলিয়ামের ‘ফিনিক্স’, উজ্জ্বল চট্টোপাধ্যায়ের ‘জীবন্মৃতের যুক্তি প্রকল্প’, মলিয়ের ‘ভদ্দরনোক’, মোহীত চট্টোপাধ্যায় ‘বাইরের দরজা’, ব্রাত্য বেল-এর ‘ফোর্থ বেল’, মমতাজউদদীন আহমদের ‘এই রোদ এই বৃষ্টি’, আব্দুল্লাহ আল মামুনের ‘এখনো ক্রীতদাস’, বুদ্ধদেব বসুর কলকাতার ‘ইলেকট্রা’, মোহীত চট্টোপাধ্যায়ের ‘লাঠি’, সেলিম আল দীনের ‘লাঠি’ নাটক পরিবেশিত হয়।  

 নাট্যোৎসবের নির্দেশক রুহুল আমীন বলেন, ‘আমরা নাট্যোৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক বিষয়টাকেই গুরুত্ব দিয়েছি বেশি। সবার নিজের অবস্থান থেকে সর্বোচ্চ ভালো করার চেষ্টা করেছে। প্রতিটা শিক্ষার্থী অনেক মেধাবী, নাটক নির্দেশনার মাধ্যমে তাদের মেধার স্বাক্ষর রেখেছে।’ থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ইসমত আরা ভুইয়া ইলা বলেন, প্রতিবছরের মতো এবারেও উৎসবমুখর পরিবেশে নাট্যোৎসব চলছে।মন্তব্য