kalerkantho

বর্ষপূর্তি

বরিশাল অফিস   

১৫ মার্চ, ২০১৭ ০০:০০বরিশালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে গ্লোবাল ইউনিভার্সিটির প্রথম বর্ষপূর্তি। মঙ্গলবার আনন্দমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রশাসনিক ভবন মিলনায়তনে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সৈয়দা আরজুমান বানু নার্গিসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্লোবাল ইউনিভার্সিটি বরিশালে প্রথম সফল বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য এটি হবে আদর্শ প্রতিষ্ঠান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য় ড. হারুন-অর-রশীদ, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আমিনুল ইসলাম খান, বিএম কলেজের সাবেক অধ্যক্ষ মো. হানিফ, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টের সদস্যসচিব জাহাঙ্গীর কবির নানক, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. জিয়াউল হক, বিএম কলেজের অধ্যক্ষ স ম ইমানুল হাকিম প্রমুখ।

 মন্তব্য