kalerkantho


ঈশ্বরগঞ্জে সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৪ মার্চ, ২০১৭ ০০:০০ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারবাড়ী বাজারের ভেতরের একটি সড়ক দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের আঠারবাড়ী মধ্যবাজারে একটি সড়কের প্রবেশ মুখে টিনশেডের ঘর করে ২৬ শতক জমি দখল করেন স্থানীয় বাসিন্দা রমজান আলী। দুটি দোকান, একটি কোচিং সেন্টার ও একটি গুদামঘর করা হয় দখল করা এ জমিতে। স্থাপনা নির্মাণ করায় সড়কটি সরু হয়ে যাওয়ায় মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল।

এ অবস্থায় গতকাল জেলা প্রশাসকের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম মাহফুজুল আলম মাসুম। অভিযানে সহায়তা করেন আঠারবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি (তদন্ত) আবদুল মোতালিব চৌধুরী ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন।মন্তব্য