kalerkantho


অবরোধ, ভাঙচুর

ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৪ মার্চ, ২০১৭ ০০:০০ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় শ্রমিক লীগ নেতাসহ দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন  উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি শফিকুল ইসলাম খান (৪০) ও বালু ব্যবসায়ী রোমান ভূঁইয়া (২৮)। শফিক হবিরবাড়ী গ্রামের বাসিন্দা। রোমানের বাড়ি নরসিংদীর বালিয়াপাড়া গ্রামে।

গতকাল সোমবার ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড ও জামিরদিয়া নাসির গ্লাস ফ্যাক্টরির সামনে ঢাকা-ময়মনসিংহ মহসড়কে দুর্ঘটনা দুটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিকেল সাড়ে ৩টার দিকে মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন শফিকুল ইসলাম। ওই সময় একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এর ঘণ্টা দুয়েক আগে নাসির গ্লাস ফ্যাক্টরি এলাকায় একটি বাস পেছন থেকে মোটরসাইকেল আরোহী রোমানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

শ্রমিক লীগ নেতার মৃত্যুর পর স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। ভাঙচুর চালায় একাধিক গাড়িতে। অবরোধের কারণে প্রায় আধা ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।মন্তব্য