kalerkantho


অসময়ের ঝড়ে তছনছ বানছড়া উচ্চ বিদ্যালয়

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি   

১১ মার্চ, ২০১৭ ০০:০০অসময়ের ঝড়ে তছনছ বানছড়া উচ্চ বিদ্যালয়

অসময়ের ঝড়ে তছনছ করেছে খাগড়াছড়ির দীঘিনালার বানছড়া উচ্চ বিদ্যালয়। এর পর থেকে বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে। ছবিটি গতকাল তোলা। ছবি : কালের কণ্ঠ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম বানছড়া উচ্চ বিদ্যালয় গত মঙ্গলবার অসময়ের ঝড়ে তছনছ হয়েছে। এর পর থেকে বিদ্যালয়টির ৪৫০ শিক্ষার্থীর পাঠদান বন্ধ রয়েছে। মেরামতের পর পুনরায় পাঠদান শুরু করা যাবে।

স্থানীয় সূত্রে জানা যায়, সপ্তাহ ধরে প্রতিদিন বৃষ্টি হচ্ছে এ এলাকায়। মাঝেমধ্যে বয়ে যাচ্ছে ঝোড়ো হাওয়া। এটাকে অসময়ের ঝড়বৃষ্টি বলে মনে করছে স্থানীয়রা। তবে এলাকায় তেমন বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও তছনছ হয়েছে বানছড়া উচ্চ বিদ্যালয়টি।

প্রত্যক্ষদর্শী চা দোকানি সুশীল চাকমা (৩৫) বলেন, ‘বাতাসে উড়িয়ে বিদ্যালয়ের টিনের চালা ভেঙে চুরমার করে। তখন চালার একটি অংশ পাশের ধানক্ষেতে গিয়ে পড়ে। সে ঝড়ে বিদ্যালয়ের পাশে তার দোকানটিও ভেঙেছে।’

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজিত চাকমা জানান, আকস্মিক ঝড়ে বিদ্যালয় গৃহ তছনছ হওয়াতে বর্তমানে পাঠদানের কোনো পরিবেশ নেই। তা ছাড়া টিনের চালাসহ কাঠ ও পেরেক এলোপাতাড়ি পড়ে থাকায় শিক্ষার্থীদের জন্য দুর্ঘটনার আশঙ্কা আছে। তাই আপাতত বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। এখন নষ্ট হওয়া কক্ষগুলোর ছাউনির জন্য শুধু টিন লাগছে এক লাখ টাকার। সব মিলিয়ে পুরো মেরামত করতে দুই লাখ টাকারও বেশি লাগবে। শিগগির মেরামত করে পাঠদান শুরু করার চেষ্টা করা হচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্মৃতিময় চাকমাকে গতকাল ১০ বার কল করে ও একটি এসএমএস পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।

দীঘিনালা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাইফুল আলম বলেন, ‘বিষয়টি জানি না। নিয়মানুযায়ী বিদ্যালয় কর্তৃপক্ষ প্রশাসনকে জানাবে। প্রশাসন বরাদ্দ  দেবে।’মন্তব্য