kalerkantho


দুর্নীতি রুখতে শপথ

প্রিয় দেশ ডেস্ক   

১১ মার্চ, ২০১৭ ০০:০০‘সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’—এ স্লোগানে গতকাল শুক্রবার দেশজুড়ে দুর্নীতিবিরোধী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। বিস্তারিত নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে :

ঝালকাঠি : দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) জেলা সভাপতি সুজিত কান্তি বোসের সভাপতিত্বে গতকাল সকালে সরকারি মহিলা কলেজের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এর আগে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী।

ভোলা : মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন, জেলা পরিষদের প্রশাসক আবদুল মমিন টুলু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিকুল ইসলাম, দুপ্রকের জেলা কমিটির সভাপতি হোসনেয়ারা চিনু, সাধারণ সম্পাদক মোবাশ্বেরউল্যাহ চৌধুরী, হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরামের সাধারণ সম্পাদক মো. হোসেন প্রমুখ।

ঝিনাইদহ : সকালে শহরের ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। এ সময় জেলা শিক্ষা কর্মকর্তা মোকছেদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম রায়হান, আমিনুর রহমান টুকু উপস্থিত ছিলেন। শেষে স্কুলের সামনের সড়কে মানববন্ধন করে শিক্ষার্থীরা।

চকরিয়া (কক্সবাজার) : চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল দুপুরে দুর্নীতিবিরোধী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এতে স্কুলটির শত শত শিক্ষার্থীরা ছাড়াও দুদক, দুপ্রক, উপজেলা প্রশাসন ও টিআইবি-সনাকের কর্মকর্তারা অংশ নেন। তাঁরা জীবনের যেকোনো ক্ষেত্রে দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়ার অঙ্গীকার করেন।

ফরিদপুর : ফরিদপুর জিলা স্কুল মাঠে গতকাল সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী দুর্নীতিবিরোধী শপথ নেয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. এরাদুল হক তাদের শপথবাক্য পাঠ করান। এ সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) জেলা উপপরিচালক ফজলুল হক, পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু প্রমুখ উপস্থিত ছিলেন। 

সৈয়দপুর (নীলফামারী) : সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে গতকাল সকালে দুর্নীতিবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুরুতেই শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী। পরে শহরের প্রধান প্রধান সড়কে আলাদা মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য দেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আজমল হোসেন, বীর কান্ত রায় প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ : শোভাযাত্রা শেষে শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে তরুণ ও শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করান সংসদ সদস্য আব্দুল ওদুদ। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিল।

হবিগঞ্জ : শহরের সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে গতকাল অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. সফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. এমরান হোসেন, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ও জেলা দুদকের উপপরিচালক খলিলুর রহমান খন্দকার। এর আগে দুর্নীতিবিরোধী শপথ নেয় শিক্ষার্থীরা।

মুন্সীগঞ্জ : রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়, ইছাপুরা মডেল ইচ্চ বিদ্যালয়, ছাতিয়াতলী উচ্চ বিদ্যালয়, রাজদিয়া আব্দুল জব্বার বালিকা উচ্চ বিদ্যালয়, সিরাজদিখান উচ্চ বিদ্যালয়, রশুনিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়সহ সিরাজদিখান উপজেলার ৩৮টি স্কুল ও মাদরাসার কমপক্ষে ২৪ হাজার শিক্ষার্থী গতকাল সকালে একযোগে নিজ নিজ প্রতিষ্ঠানে দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করে। পরে ঢাকা-মাওয়া মহাসড়কের উপজলার ধলেশ্বরী ব্রিজ এলাকায় মানববন্ধন করে তারা। কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানবীর মোহম্মদ আজিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম অংশ নেয়।মন্তব্য