kalerkantho


পলাশবাড়ীতে ভোটের দাবিতে বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি   

১০ মার্চ, ২০১৭ ০০:০০গাইবান্ধার পলাশবাড়ীর কিশোরগাড়ী, পলাশবাড়ী সদর ও বরিশাল ইউনিয়নে ১৫ বছর ধরে নির্বাচন না হওয়ায় তিনটি ইউনিয়নে ভোটের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। স্থানীয় চৌমাথা মোড়ে বৃহস্পতিবার বিকেলে পলাশবাড়ীর তিনটি ইউনিয়নের ভোটাধিকার বাস্তবায়ন কমিটির ডাকে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগ ও ভোটাধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি আবু বকর প্রধান সভাপতিত্ব করেন। পরে ঢাকা-রংপুর মহাসড়কে পাঁচ মিনিটের প্রতীকী অবস্থান ধর্মঘট পালন করা হয়।

সমাবেশে বক্তব্য দেন সাবেক এমপি তোফাজ্জল হোসেন সরকার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, শহিদুল ইসলাম বাদশা, ফিরোজ কবির সুমন, নুরুজ্জামান প্রধান, গোলাম সারওয়ার বিপ্লব, ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মণ্ডল, সাইফুল ইসলাম, আবুল কালাম আজাদ সাবু, মেহেদী আজাদ রাসেল, মাহামুদুজ্জামান প্রান্ত, আশরাফুল ইসলাম তিতাস, সৈয়দ মাহামুদুল হক, আব্দুস সোবহান বিচ্চু, সুরুজ হক লিটন, জুলহাস উদ্দিন দুলু, হাফিজার রহমান মণ্ডল, এনামুল হক, শাহীন মণ্ডল, রফিকুল ইসলাম, মোহাম্মাদ সেলিম, শেখ শামছুজ্জোহা আহম্মেদ হিটু প্রমুখ।মন্তব্য