নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জের সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা। পরে তাঁরা সেখানে নীরবতা পালন করেন। সোমবার সকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সিরাজ শাহ আস্তানার কবরস্থানে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর কবরে ফুল দেওয়া হয়। এদিকে গণসংহতি আন্দোলনের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা ও ভালোবাসা জানান ত্বকীর বাবা রফিউর রাব্বী, কেন্দ্রীয় সমন্বয়ক জোনায়েদ সাকি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের পক্ষে সভাপতি জিয়াউল ইসলাম কাজল ও সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলার সভাপতি হাফিজুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলার সমন্বয়ক নিখিল দাস প্রমুখ।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের