kalerkantho

মানববন্ধন

নাটোর প্রতিনিধি   

৬ মার্চ, ২০১৭ ০০:০০নাটোরের গুরুদাসপুরে জনতা ব্যাংকের শাখা স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। রবিবার সকালে এলাকাবাসীর ব্যানারে গুরুদাসপুর বাজারে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে এই মানববন্ধনে শত শত ব্যবসায়ী দোকানপাট বন্ধ রেখে অংশ নেয়। মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন বিয়াঘাট ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, প্রশান্ত সরকার, রেজাউল করিম, আতিকুল হক প্রমুখ। এ সময় বক্তারা ব্যাংক হস্তান্তরের সিদ্ধান্ত বাতিল না করা হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে জানান। আগামী এপ্রিলে গুরুদাসপুর বাজারের একমাত্র ব্যাংকটি গুরুদাসপুর বাজার থেকে দুই কিলোমিটার দূরে চাঁচকৈড় বাজারে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।মন্তব্য