kalerkantho


১ম ক লা ম

জাদুঘরে সাইকেল

নড়াইল প্রতিনিধি   

২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ব্যবহৃত সাইকেলটি অবশেষে জাদুঘরে হস্তান্তর করা হয়েছে। নড়াইলে স্থাপিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে হস্তান্তর করা হয়েছে সাইকেলটি। বীরশ্রেষ্ঠর ৮১তম জন্মদিন উপলক্ষে গতকাল রবিবার সদর উপজেলার নূর মোহাম্মদনগরে অনুষ্ঠিত আলোচনাসভা শেষে সাইকেলটি হস্তান্তর করা হয়। বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ ট্রাস্টের সদস্যসচিব আজিজুর রহমান ভূঁইয়া এটি গ্রহণ করেন। এ সময় নূর মোহাম্মদের পত্নী বেগম ফজিলাতুন্নেছা উপস্থিত ছিলেন। জন্মদিন উপলক্ষে দিনব্যাপী আরো আয়োজনের মধ্যে ছিল শহীদ নূর মোহাম্মদের স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণ, শোভাযাত্রা, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী ইত্যাদি। প্রসঙ্গত, নূর মোহাম্মদ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি মহিষখোলা গ্রামে (বর্তমান নূর মোহাম্মদনগর) জন্ম নেন। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের ঝিকরগাছার গোয়ালহাটিতে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে তিনি শহীদ হন।মন্তব্য