kalerkantho


উন্নয়নবান্ধব

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

২৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, বর্তমান সরকার উন্নয়নবান্ধব। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবার এ দেশের উন্নয়ন হয়েছে। তিনি বলেন, এ সরকার পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরেছে। তাই আর কখনো কেউ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করতে পারবে না।

বৃহস্পতিবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাজেদা চৌধুরী এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক এরাদুল হক, ইউএনও আবদুল আজিজ,  গাজী রবিউল ইসলাম প্রমুখ।মন্তব্য