kalerkantho


ছয় স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫৬

প্রিয় দেশ ডেস্ক   

২৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০শেরপুরের নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত হয়েছেন। এ সময় তাঁর স্ত্রী, শ্বশুর-শাশুড়িসহ সাতজন আহত হয়েছেন। চট্টগ্রামের হাটহাজারী, পাবনার সাঁথিয়া, রাজবাড়ীর পাংশা, ময়মনসিংহের নান্দাইল ও কুড়িগ্রামের রৌমারীতে আরো দুজন নিহত ও ৪৯ জন আহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে :

রাউজান (চট্টগ্রাম) : চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী প্রবাসী মো. মাহমুদুল হক নিহত হয়েছেন। এ সময় আহত হন মোটরসাইকেলচালক। গত বুধবার রাতে মহাসড়কের হাটহাজারী উপজেলার মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাকচালককে আটক করেছে পুলিশ।

পাবনা (আঞ্চলিক) : সাঁথিয়া উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে শিশুসহ ২০ জন আহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকালে পাবনা-বগুড়া মহাসড়কের উপজেলার শহীদনগর এলাকায়। আহতদের মধ্যে লাভলী খাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রাজবাড়ী : পাংশা বাজারে গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় ছয় দাখিল পরীক্ষার্থী আহত হয়েছে। তারা হলো ফরিদা, সুফিয়া, সিমা, নাসিমা, জান্নাত ও মাসুদ। ঘটনার সময় তারা পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছিল।

শেরপুর : নালিতাবাড়ী উপজেলায় লাকড়িভর্তি ট্রলি ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে যুবক শামীম মিয়া নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে শামীমের স্ত্রী সম্পা বেগম, সম্পার মা রমিছা বেগম, বাবা বিল্লাল হোসেন, বড় বোন টুম্পা বেগম, ছোট ভাই রুবেল হোসেন বাবু, ভাইয়ের স্ত্রী মনি বেগম ও ভাগনি রুবিনা খাতুন। দুর্ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে উপজেলার আখড়াপাড়া এলাকায়।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : নান্দাইল উপজেলার মোরাগালায় যাত্রীবাহী বাস উল্টে সড়কের পাশে পুকুরে পড়ে আহত হয়েছে কমপক্ষে ২২ জন। গতকাল বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

রৌমারী (কুড়িগ্রাম) : রৌমারী উপজেলার ইছাকুড়ি ব্রিজ এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকেলে ট্রাক্টরের চাপায় শ্রমিক শফিকুল ইসলাম নিহত হয়েছেন।

 মন্তব্য