kalerkantho


মিরসরাইয়ে বাস কেড়ে নিল দুই বন্ধুর প্রাণ

নান্দাইলে বৃদ্ধ নিহত

মিরসরাই (চট্টগ্রাম) ও ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি   

২৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০মিরসরাই উপজেলায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশাচালক দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার নিজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. ইলিয়াছ ও জাহাঙ্গীর আলম। তাঁদের বাড়ি ওয়াহেদপুর ইউনিয়নে। একই ইউনিয়নের বিভিন্ন আঞ্চলিক সড়কে অটোরিকশা চালাতেন তাঁরা। ঘাতক দেশ ট্রাভেলসের বাসটি জব্দ করেছে পুলিশ।

এদিকে নান্দাইল উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেছে বৃদ্ধ মো. আবু বক্কর সিদ্দিকের। গতকাল বুধবার সকালে নান্দাইল-দেওয়ানগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। আবু বক্কর সিদ্দিক ধীতপুর গ্রামের বাসিন্দা ছিলেন।মন্তব্য