kalerkantho

সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)   

১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০‘দুর্নীতি করব না, দুর্নীতি সইব না’—এ স্লোগানে ঢাকার সাভারে স্কুল শিক্ষার্থীদের নিয়ে সমাবেশ করেছে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)। গতকাল বুধবার দুপুরে গেণ্ডা এলাকায় সমাবেশটি অনুষ্ঠিত হয়। এ সময় দুর্নীতি না করার শপথ নেয় শিক্ষার্থীরা। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক নাসিম আনোয়ার। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবু নাসের বেগ শিক্ষার্থীদের শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশনের আহ্বান জানান। সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুদকের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহরিয়ার মেনজিস, উপজেলা দুপ্রকের সভাপতি শওকত আলী মাহামুদ, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন খান নঈম প্রমুখ। মন্তব্য