kalerkantho


চীনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি

মার্চে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নির্মাণকাজ শুরু

নিজস্ব প্রতিবেদক ও নারায়ণগঞ্জ প্রতিনিধি   

১০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০অবশেষে নারায়ণগঞ্জবাসীর স্বপ্নের তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নির্মাণকাজ শুরু হতে যাচ্ছে। শীতলক্ষ্যা নদীর ওপর ‘শীতলক্ষ্যা তৃতীয় সেতু’ নির্মাণ করবে চীনের সিনো হাইড্রো করপোরেশন। মূল সেতু নির্মাণে ব্যয় হবে প্রায় ৪৫০ কোটি টাকা। আগামী মার্চ থেকে সেতুর কাজ শুরু হবে। তিন বছরের মধ্যে অর্থাৎ ২০২০ সালের মার্চের মধ্যে সেতু নির্মাণ সম্পন্ন হবে।

সেতু নির্মাণে গতকাল বুধবার সকালে রাজধানীর বিমানবন্দর সড়কসংলগ্ন লা মেরিডিয়ান হোটেল মিলনায়তনে সিনো হাইড্রো করপোরেশনের সঙ্গে সড়ক ও জনপথ অধিদপ্তরের চুক্তি হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান ও সেলিম ওসমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গতকাল সওজ অধিদপ্তরের পক্ষে প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান ও চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট লিও লিওশানের মধ্যে এ চুক্তি সই হয়।

চুক্তি অনুসারে, চীনা প্রতিষ্ঠানটি মূল সেতু নির্মাণ করবে ৪৪৮ কোটি ৮৩ লাখ ৯১ হাজার টাকায়। নারায়ণগঞ্জ শহর ও বন্দর উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করবে সেতুটি। এটি হবে ৪০০ মিটার দৈর্ঘ্যের। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-মাওয়া মহাসড়কের সঙ্গেও বন্দরের সরাসরি যোগাযোগ স্থাপন করবে এই সেতু।মন্তব্য