kalerkantho

বারুণী উৎসব

আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর   

১০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০পিরোজপুরের মঠবাড়িয়ার ছোট শিংগা গ্রামে আজ শুক্রবার থেকে হিন্দু ধর্মাবলম্বীর মতুয়া সম্প্রদায়ের ৬৫তম বারুণী উৎসব শুরু হচ্ছে। শ্রীশ্রী পরীক্ষিৎ চাঁদ সেবাশ্রমে তিন দিনের এ উৎসবের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে উৎসব প্রাঙ্গণে বসেছে মেলা। আজ সকালে ওড়াকান্দি বাংলাদেশ মহাসংঘের মহাসংঘপতি মতুয়াচার্য শ্রী হিমাংশু ঠাকুর উৎসবের উদ্বোধন করবেন বলে জানা গেছে। তিন দিনের উৎসবে ধর্মীয় প্রধান বক্তা হিসেবে লক্ষ্মীখালী আশ্রমের ধামকর্তা শ্রী সাগর চাঁদ সাধু ঠাকুর উপস্থিত থাকবেন।মন্তব্য