kalerkantho


গাবতলীতে বউমেলা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া   

১০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০পোড়াদহ মেলার রেশ কাটতে না কাটতেই বগুড়ার গাবতলীতে বৃহস্পতিবার হয়ে গেল ‘বউমেলা’। শুধু নারীদের কেনাকাটার জন্যই নির্ধারিত ছিল দিনটি। বউমেলাকে ঘিরে গোটা এলাকায় চলছে উৎসবের আমেজ। বউমেলার প্রধান আকর্ষণ হলো ক্রেতা-বিক্রেতা উভয়েই নারী। পুরুষ কোনো দর্শনার্থী মেলায় ঢুকতে পারে না। নারীদের কেনাকাটার জন্য বউমেলায় আশেপাশের ২০ গ্রামের বিভিন্ন বয়সের নারী ছাড়াও জেলার অতিথিরা মেলা প্রাঙ্গণে কেনাকাটা করে।

৪২ বছরের নারী হামিদা বেগম মেলায় এসেছেন তাঁর মেয়ে শাবনুর ও নাতনি ইশাকে নিয়ে। হামিদা জানান, তাঁর বিয়ে হয়েছে ১৪ বছর বয়সে। তখন থেকেই তিনি দেখছেন এই মেলা। উৎসব আমেজের কোনো কমতি থাকে না মেলাতে।

মেলা প্রাঙ্গণে ছিল কুল (বরই) কাঠের ফার্নিচার, তৈজসপত্র, বিভিন্ন ধরনের আসবাবপত্র, কৃষিসামগ্রী ও খাদ্যদ্রব্য। মেলায় শিশুদের জন্য ছিল নাগরদোলা। কাঠ-বাঁশ ও মাটির তৈরি খেলনা পুতুল, বেলুনসহ বৈচিত্র্যময় পণ্যের সম্ভার। তবে এবার টোল বেশি হওয়ায় সব জিনিসের দাম তুলনামূলকভাবে বেশি ছিল বলে অনেকে নারী ক্রেতাই অভিযোগ করেছে।

মেলার প্রধান আয়োজক এনামুল হক ও মহিষাবান ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, উৎসবমুখর পরিবেশে বউমেলা শেষ হয়েছে।মন্তব্য