kalerkantho

সুন্দরবন রক্ষায় প্রতীকী গণভোট

গাইবান্ধা প্রতিনিধি   

৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসুন্দরবন রক্ষায় গাইবান্ধায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা শাখার উদ্যোগে প্রতীকী গণভোটের আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার সরকারি কলেজ ক্যাম্পাসে এ ভোটের উদ্বোধন করেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম বাবু। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ ভোট। কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেয়। উদ্বোধনকালে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা সভাপতি শামীম আরা মিনা, কলেজ শাখার সভাপতি পরমানন্দ দাস, মাহবুবর রহমান মিলন, শাহীন মিয়া প্রমুখ। বক্তারা প্রতীকী গণভোটে অংশ নিয়ে সুন্দরবন বিধ্বংসী রামপাল প্রকল্পসহ সব চুক্তি বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ হতে সবার প্রতি আহ্বান জানান।

মন্তব্য