kalerkantho


নজরুল বিশ্ববিদ্যালয়

প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি   

৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গত শুক্রবার রাতে সরস্বতী প্রতিমা ভাঙচুরের প্রতিবাদ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে ক্যাফে চক্রবাকের সামনে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মী ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়। পরে প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হওয়া একটি বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। এতে সরস্বতী প্রতিমা ভাঙচুরের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার সরকার, সহকারী প্রক্টর নজরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সোহেল রানা, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ প্রমুখ।মন্তব্য