kalerkantho


ঘন কুয়াশায় দুই নৌপথে ফেরি চলাচল ব্যাহত

মুন্সীগঞ্জ ও গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি   

৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী (পুরনো কাওড়াকান্দি) নৌপথে ফের ফেরি চলাচল শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে গতকাল শুক্রবার ভোর ৪টার দিকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া আটটি ফেরি মাঝপদ্মায় আটকা পড়ে। এ সময় দুই ঘাটেই তিন শতাধিক যানবাহন নদী পারের অপেক্ষায় ছিল। ফলে দুর্ভোগে পড়ে যাত্রীরা। কুয়াশা কেটে গেলে সকাল ৯টার দিকে আবার ফেরি চলাচল শুরু হয়। এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডাব্লিউটিসি) শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারী জানান, আকস্মিক কুয়াশার চাদরে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথ ঢাকা পড়ে। তাই ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে এখন ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর গতকাল শুক্রবার রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফের ফেরি চলাচল শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঘন কুয়াশার কারণে গতকাল সকাল ৬টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে উভয় ঘাট থেকে যাত্রী-যানবাহনসহ ছেড়ে যাওয়া তিনটি ফেরি ভাষাশহীদ বরকত, শাহজালাল ও কাবেরী মাঝনদীতে আটকা পড়ে। অন্যদিকে দৌলতদিয়ায় তিনটি ও পাটুরিয়ায় ১০টি ফেরি নোঙর করে থাকে। শীতে দুর্ভোগে পড়ে যাত্রীরা। এদিকে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় উভয় ঘাটে শত শত বিভিন্ন গাড়ি নদী পারের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। এতে যানজটের সৃষ্টি হয়। কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৮টার দিকে আবার ফেরি চলাচল শুরু হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডাব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।মন্তব্য