মাদারীপুরের রাজৈরে এসএসসি পরীক্ষার প্রথম দিন কেন্দ্র থেকে বেরিয়ে এক পরীক্ষার্থী পাশের নদীর ওপর ব্রিজ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা চালায়। এ সময় স্থানীয়রা টের পেয়ে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ওই ছাত্রী গতকাল বৃহস্পতিবার রাজৈর কে.জে.এস পাইলট ইনস্টিটিউট কেন্দ্রে পরীক্ষা দিতে যায়। পরীক্ষা শুরুর এক ঘণ্টা ২০ মিনিট পর বেরিয়ে এসে রাজৈর বাজার ব্রিজের ওপর থেকে প্রায় ২০ ফুট নিচে নদীতে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। সে বর্তমানে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তবে আত্মহত্যা চেষ্টার কারণ জানা যায়নি।
ওই পরীক্ষা কেন্দ্রের হল সুপার জাফর আলী মিয়া জানান, ছাত্রীটি বাথরুমে যাওয়ার কথা বলে বাইরে যায়। পরে জানা যায় সে নদীতে লাফ দিয়েছে।
আর কেন্দ্র সচিব অলিক কুমার ধর জানান, ছাত্রীটি কক্ষ পর্যবেক্ষকের কাছে শারীরিক অসুস্থতার কথা বলে বাথরুমে যায়।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জীব কুমার বালা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের