kalerkantho


ফতুল্লায় শামীম ওসমান

মানসিকতার পরিবর্তন প্রয়োজন

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘শুধু রাস্তাঘাট ও স্কুল-কলেজের উন্নয়ন নয়, আমাদের সমাজকে পরিবর্তন করতে হবে। আর এ জন্য আমাদের মানসিকতার পরিবর্তন জরুরি। তা ছাড়া আমাদের তরুণসমাজকে জাগ্রত করতে হবে, যাতে আগামীতে সুন্দর ভবিষ্যৎ পেতে পারি।’ গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লায় পাঁচটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন তিনি।

শামীম ওসমান আরো বলেন, ‘আমাদের পঞ্চায়েত কমিটিগুলোতে সচেতন মুরব্বিদের যুক্ত করতে হবে। প্রতিটি পঞ্চায়েতকে সক্রিয় করতে হবে, যাতে সমাজে অপরাধপ্রবণতা কমে আসে। বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মের ওপর নজরদারি রাখতে হবে, যেন আমাদের ভবিষ্যৎ বংশধররা ধ্বংসের পথে না যায়। বর্তমানে আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক ও সন্ত্রাস। এই মাদক ও সন্ত্রাস নির্মূলে সবার আগে আমাদের পারিবারিক ও পঞ্চায়েতের ভূমিকা রাখতে হবে।’মন্তব্য