kalerkantho


চেয়ারম্যানের বাবা ভাই চাচা তালিকায়

বাগেরহাট প্রতিনিধি   

১৯ অক্টোবর, ২০১৬ ০০:০০চেয়ারম্যানের বাবা ভাই চাচা তালিকায়

বাগেরহাটের কচুয়া উপজেলার বাঁধাল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পরিবারের সদস্যদের হতদরিদ্র দেখিয়ে ১০ টাকা কেজির চাল বিক্রির তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। এর মধ্যে চেয়ারম্যানের বাবা, ভাই ও চাচার নাম রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নে এক হাজার ৭০৩ জনের তালিকা প্রস্তুত করা হয়েছে। এতে চেয়ারম্যানের বাবা সুলতান আলী নকিব, ভাই নকিব সহিদুল ইসলাম এবং চাচা জালাল উদ্দিন নকিবের নাম রয়েছে।

ইউপি চেয়ারম্যান নকিব ফয়সাল অহিদ বলেন, ‘আমার অজান্তে তালিকায় বাবা, ভাই ও চাচার নাম ওঠানো হয়েছে। বিষয়টি নজরে আসার পর ওই তালিকা থেকে বাবা-চাচাসহ ৭৭ জনের নাম সংশোধন করা হয়েছে। তবে ভাই দরিদ্র হওয়ার কারণে তাঁর নাম বাদ দেওয়া হয়নি।’ কচুয়া উপজেলা তালিকা যাচাই-বাছাই কমিটির সদস্যসচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ কে এম শহিদুল হক বলেন, ‘স্বল্প সময়ের মধ্যে তালিকার প্রতিটি নাম দেখে যাচাই-বাছাই করা সম্ভব হয়নি। চলতি মাসে চাল বিতরণের আগে তাদের নাম বাদ দিয়ে নতুন চালিকা চাওয়া হবে।’

উপজেলা তালিকা যাচাই-বাছাই কমিটির সভাপতি ও কচুয়া উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা নির্বাহী কর্মকর্তা শরীফ নজরুল ইসলাম বলেন, ‘বিষয়টি ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’মন্তব্য