kalerkantho


শেরপুরে স্কুলে হামলা

বখাটেদের বিচার দাবিতে অবরোধ

শেরপুর প্রতিনিধি   

১৯ অক্টোবর, ২০১৬ ০০:০০শেরপুর সদরের একটি স্কুলে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। মঙ্গলবার কানাশাখোলা-ভীমগঞ্জ সড়কের ভাতশালা এলাকায় ওই কর্মসূচি পালন করা হয়। এলাকাবাসী জানায়, সদরের ভাতশালা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নবদিগন্ত মডেল স্কুলের ছাত্রীদের স্থানীয় কয়েকজন বখাটে দীর্ঘদিন ধরে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। গত সোমবার দুপুরে স্কুলের সামনে থেকে তেমন কয়েকজনকে আটক করে এলাকাবাসী। পরে তারা ভবিষ্যতে আর এ ধরনের কাজ করবে না বলে সবার সামনে প্রতিজ্ঞা করলে তাদের ছেড়ে দেওয়া হয়।মন্তব্য