kalerkantho

উচ্ছেদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

১৮ অক্টোবর, ২০১৬ ০০:০০নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে কাঁচপুর ল্যান্ডিং স্টেশনের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডাব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ। গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলা অভিযানে ৬০০ বর্গফুটের একটি পাকা দোকানঘর, চারটি কাঠের জেটি, চারটি টংঘরসহ বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বিআইডাব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক এ কে এম আরিফউদ্দিন ও সহকারী পরিচালক রেজাউল করিম রেজার নেতৃত্বে বিপুলসংখ্যক আনসার সদস্য ও শতাধিক উচ্ছেদকর্মী অভিযানে অংশ নেন। এ সময় কাঁচপুর ল্যান্ডিং স্টেশনের সামনে স্তূপ করা বালু ও পাথর নিলামে বিক্রি করা হয়। এ ছাড়া ১৫ হাজার বস্তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। বিআইডাব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের সহকারী পরিচালক রেজাউল করিম রেজা বলেন, ‘অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। শীতলক্ষ্যার দখলদাররা যত প্রভাবশালীই হোক না কেন, তাদের ছাড় দেওয়া হবে না।’মন্তব্য