kalerkantho

কর্মবিরতি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ছাঁটাই বন্ধ, চাকরি নিয়মিতকরণ ও অভিজ্ঞতার আলোকে নিয়োগ প্রক্রিয়া চালুসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করছেন পল্লীবিদ্যুৎ সমিতির চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা। ৭২ ঘণ্টার কর্মসূচির অংশ হিসেবে সোমবার দ্বিতীয় দিন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২০-এর অফিসে ওই কর্মসূচি পালন করেন তাঁরা। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতায় ভালুকা, ত্রিশাল, গফরগাঁও ও মাওনা জোনাল অফিসের ১২৪ জন কর্মচারী ওই কর্মসূচিতে অংশ নেন। ওই সময় বক্তব্য দেন শাহিন আলম, ইয়ারুল ইসলাম, ম্যাসেঞ্জার মোফাজ্জল হোসেন প্রমুখ। বক্তরা বলেন, তাঁরা ৯ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হলেও ইতিমধ্যে অনেককেই নানা অজুহাতে চাকরিচ্যুত করা হয়েছে। কাজেই ছাঁটাই বন্ধ, চাকরি নিয়মিতকরণ ও অভিজ্ঞতার আলোকে নিয়োগ প্রক্রিয়া চালুসহ বিভিন্ন দাবিতে অন্দোলনে নেমেছেন তাঁরা। মন্তব্য