kalerkantho


শাহজালাল বিশ্ববিদ্যালয়

ভর্তি ফরমের বাড়তি দাম প্রত্যাহার দাবি

শাবিপ্রবি প্রতিনিধি   

১৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ভর্তি ফরমের বাড়তি দাম প্রত্যাহার দাবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি ফরমের বাড়তি দাম প্রত্যাহারের দাবিতে গতকাল ক্যাম্পাসে মানববন্ধন করে শিক্ষার্থীরা। ছবি : কালের কণ্ঠ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৬-১৭ শিক্ষা বর্ষের ভর্তি ফরমের বাড়তি দাম প্রত্যাহারের দাবিতে ‘ভর্তি ফরমের মূল্যবৃদ্ধিবিরোধী শিক্ষার্থী মঞ্চ’ সোমবারও ক্যাম্পাসে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। জানা যায়, সকালে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে মানববন্ধন শেষে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করা হয়। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কর্মী, প্রগতিশীল ছাত্রজোটসহ অর্ধ সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। কর্মসূচি চলাকালে ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ ও সদস্যসচিব অধ্যাপক ড. এ এইচ এম বেলায়েত হোসেন শিক্ষার্থীদের দাবির বিষয়টি ভর্তি কমিটির সভায় তোলার আশ্বাস দেন।

 মন্তব্য