kalerkantho


সড়কে তিন প্রাণ ক্ষয়

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর এবং গাইবান্ধা ও হবিগঞ্জ প্রতিনিধি   

১৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ফরিদপুরের নগরকান্দায় মাইক্রোবাসচাপায় হাসি বেগম (৫০) নামের অটোভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন হাসি বেগমের দুই ছেলে। গত রবিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার জয়বাংলা বিশ্বরোড মোড়ে এ দুর্ঘটনা ঘটে। হাসি বেগম উপজেলার চরযশোরদী ইউনিয়নের ধর্মদী গ্রামের মৃত আবু কাওসারের স্ত্রী। আহত আকরাম হোসেন (২৫) ও রাসেল হোসেনকে (২০) মুকসুদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি এজাজুল ইসলাম জানান, মাইক্রোবাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জের কোমরপুর এলাকায় বাসচাপায় রায়হান মিয়া (৪৫) নামের এক মোটর শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা চার ঘণ্টা রংপুর-বগুড়া মহাসড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের উভয় পাশে শত শত বাস-ট্রাক ও অন্যান্য যানবাহন আটকা পড়ে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়। পরে প্রশাসন দোষী চালকের শাস্তির আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। গতকাল সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। রায়হান মিয়া গোবিন্দগঞ্জের তালুককানুপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের আশকোর আলীর ছেলে।

এ ছাড়া হবিগঞ্জের বাহুবল উপজেলার দ্বিগাম্বর বাজারে বাসচাপায় ঝাড়ু মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঝাড়ু মিয়া উপজেলার স্নানঘাট ইউনিয়নের স্বস্থিপুর গ্রামের বাসিন্দা।


মন্তব্য