kalerkantho


চুয়াডাঙ্গা মণিরামপুর পটুয়াখালীতে তিন যুবকের অপমৃত্যু

প্রিয় দেশ ডেস্ক   

১৬ অক্টোবর, ২০১৬ ০০:০০চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক যুবক মারা গেছেন। এ ছাড়া যশোরের মণিরামপুর ও পটুয়াখালীর গলাচিপায় আরো দুই যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বিস্তারিত কালের কণ্ঠ’র প্রতিনিধিদের পাঠানো খবরে :

মণিরামপুর (যশোর) : মণিরামপুর উপজেলায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে হাবিবুল্লাহ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার দুপুরে তিনি মারা যান। এর আগে সকালে শ্রীপুর গ্রামে নিজ বাড়িতে বিদ্যুত্স্পৃষ্ট হন হাবিবুল্লাহ। তিনি ওই গ্রামের খবির মোল্যার ছেলে।

পটুয়াখালী : পারিবারিক কলহের জেরে সাইফুল ইসলাম নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকালে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে।

চুয়াডাঙ্গা : ট্রেনে কাটা পড়ে রফি মিয়া নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে চুয়াডাঙ্গা রেলস্টেশন থেকে দুই কিলোমিটার দূরে পাঁচফোকট এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পোড়াদহ জিআরপি থানায় একটি মামলা হয়েছে। রফি ঝিনাইদহ সদরের মামুনশিয়া গ্রামের ইমতিয়াজ মিয়ার ছেলে।মন্তব্য