kalerkantho

বছরে ১০৪ ডিম

রাজবাড়ী প্রতিনিধি   

১৫ অক্টোবর, ২০১৬ ০০:০০‘আজীবন সুস্থ থাকতে হলে বছরে কমপক্ষে ১০৪টি ডিম খেতে হবে’। বিশ্ব ডিম দিবস উপলক্ষে রাজবাড়ীতে আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানিয়েছেন বক্তারা। গতকাল শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ‘নির্দ্বিধায় প্রতিদিন একটি করে ডিম খেতে হবে। ডিম শিশুর মস্তিষ্ক গঠনে প্রধান সহায়ক। দরিদ্রতার কারণে এ দেশের ৪০ শতাংশ মানুষ ডিম খেতে পারছে না। উন্নত বিশ্বে সরকার পোল্ট্রি খামারিদের ভর্তুকি দেয়। তবে আমাদের দেশে তা দেওয়া হয় না।’ সভায় বক্তব্য দেন বালিয়াকান্দি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনিরুল ইসলাম, জেলা পোল্ট্রি শিল্প মালিক সমিতির সভাপতি এনামুল কবির জকি, সাধারণ সম্পাদক রইচ উদ্দিন আহম্মেদ ডিউক প্রমুখ। ‘সুস্থ যদি থাকতে চান, প্রতিদিন ডিম খান’ প্রতিপাদ্যে জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে গতকাল জেলায় বিশ্ব ডিম দিবস পালিত হয়। এ উপলক্ষে সকালে জেলা পোল্ট্রি শিল্প মালিক সমিতির সহযোগিতায় শহরের কালেক্টরেট চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গণেশ চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ড. সৈয়দা নওশীন পূণীণি। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. রহিম বক্স, উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, জেলা মৎস্য কর্মকর্তা মজিনুর রহমান।মন্তব্য